চলনবিলের ফসলী মাঠের দৃশ্য এক অপরূপ । বর্য়ায় পানি ,বর্ষার শেষে ধান,পাট,তিল,তিষি,সরিষা সহ নানাবিধ ফসলের আবাদ হয় । পুর্বে চলনবিলের মাঠ গুলিতে ছিল এক ফসলী। বনা কোরনে প্রায় প্রতি বছর ফসল নষ্ঠ হইত ।ফলে চরন বিলের লোকজন অনাহারে অর্ধােরে থাকত। বর্কমানে চলন বিলের মাঠ গুলি একই জমিতে দুই তিন ফসল চষাবাদ করা যায়। বেরো ধান চাষাবাদ শুরু হয়ার পর থেকে চলনবিলের লোকজন আর না খেয়ে থাকে না। চলন বেলের মাঠ গুলিতে বোর ধান বিঘা প্রতি ২০/২৫ মন ফলন হয়। তাছারা একই জমিতে শরিষা / গম প্রচুর পরিমানে উৎপাদন হয়। এজন চলন বিলের লোকজন সুখে শান্তিতে বসবাস করিতেছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS